স্টাফ রিপোর্টার
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বরগুনার গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, নিরবতা পালন ও বর্তমান প্রজন্মকে এর সঠিক ইতিহাস এবং গণহত্যার ইতিহাস বর্ণনা করেন সাংবাদিক মনির হোসেন কামাল।
বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে বরগুনার গণকবরে স্থাপিত শহীদ স্তম্ভে এ আয়োজন করা হয়।
গল্পের ছলে হলেও জানবে সত্য ও সঠিক ইতিহাস। জানবে মুক্তিযুদ্ধের সংগ্রাম, আত্মদান ও সংগ্রামী যুদ্ধ সম্পর্কে। যেখানে ছিলো এক সাগর রক্ত, মা আর বোনদের সম্ভ্রম; ছিলো সবুজের বুকের লাল চিহ্নের ইতিহাস। গল্পের ছলে কিছুটা হলেও জেনেছে এ প্রজন্ম।
এ ভিন্নধর্মী আয়োজন করেছে বরগুনা মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক চিত্ত রঞ্জন শীল।
এমন আলোচনায় যোগ দেন এবং কথা বলেন, বরগুনা পৌর মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ, শহীদ পরিবারের সদস্য মুজিবুর রহমান ফরহাদ, সুবল কৃষ্ণ তালুকদার, প্রেসক্লাব সভাপতি অ্যাড. সঞ্জীব কুমার দাস, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বসন কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীরা।
মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে এমন স্বল্প পরিসরে আযোজিত জানা অজানা মুক্তিযুদ্ধের ইতিহাস জেনেছে ভবিষ্যত প্রজন্ম। এভাবেই মুক্তিযুদ্ধের ইতিহাস জানবে, শিখবে এবং চেতনা নিয়ে এগিয়ে যাবে দেশের স্বার্থে।