বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার
বরগুনা জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার রাত ১০ টার দিকে সদর উপজেলার লতাকাটা খেয়াঘাট আলিসার মোড় এলাকার মুন্সী বাড়ির সামনে থেকে তালতলী উপজেলার কাজেম আলী হাওলাদারের ছেলে স্বপন হাওলাদার (৩৪) কে ৫০ পিস ইয়াবা সহ আটক করা হয়। যার বাজার মূল্য অনুমান ১৫ হাজার টাকা বলে ধারণা করছেন ডিবি পুলিশ।

তার বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ’র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম খান বলেন, পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মাদক নিয়ন্ত্রণে বরগুনা জেলা ডিবি পুলিশ সজাগ ও শক্ত অবস্থানে রয়েছে বলেও জানান এই চৌকস পুলিশ কর্মকর্তা।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.