এম.এস রিয়াদ
দেশের তৃণমূল সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে প্রতি জেলা থেকে একজন করে মোট ৬৪ জন প্রবীণ ও গুণী সাংবাদিকদের বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২১ প্রদান করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বরগুনা জেলা থেকে বিশেষ সম্মাননা গ্রহণ করেছেন চিত্তরঞ্জন শীল।
সোমবার (৩০ মে) সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জাঁকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন কামাল বাংলানিউজকে বলেন, মফস্বল সাংবাদিকতায় অবদান রাখায় বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ পেয়েছেন বরগুনার কৃতিসন্তান চিত্তরঞ্জন শীল। তিনি বরগুনা মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি, একজন শিশু সংগঠক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বর্তমানে দৈনিক সংবাদের নিজস্ব প্রতিবেদক হিসেবে বরগুনায় কর্মরত রয়েছেন।
গুণীজন হিসেবে চিত্তরঞ্জন শীলকে মিডিয়া অ্যাওয়ার্ড দেওয়ায় বসুন্ধরা গ্রুপকেও ধন্যবাদ জানিয়েছেন বরগুনার সকল কলমযোদ্ধা।