বরগুনায় তরমুজ চাষিদের নিয়ে মাঠ দিবস পালিত

শাহ আলিঃ

বরগুনায় তরমুজের বাম্পার ফলন উপলক্ষে শহীদ এগ্রো সীড্ ফার্ম চট্টগ্রাম এর উদ্যোগে তরমুজ চাষিদের নিয়ে মাঠ দিবস পালিত হয়েছে।

এসময় অতিথিরা তরমুজে বাম্পার ফলনের মাঠ পরিদর্শন করেন।

সোমবার (২৫ শে মার্চ ) বিকেল ৪ টায় সদর উপজেলার এম.বালিয়াতলী ইউনিয়নের মাইঠা গ্রামে ইউসুফ আলী মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শহীদ এগ্রো সীড্ ফার্মের হেড অফ সেলস এন্ড মাকেটিং হামিদুর রহমান পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার হুমায়ুন কবির ও স্থানীয় সাবেক ইউপি সদস্য মোঃ সালেক মিয়াসহ শতাধিক তরমুজ চাষিদের নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়ও

কৃষকরা বলেন, শহীদ এগ্রো সীড্ ফার্মের উন্নত জাতের তরমুজের বিজ এশিয়া প্লাস রোপণ করে এ বছর ব্যপক লাভবান হওয়ায়। এক একটি তরমুজ ১২ থেকে ১৫ কেজি। আগামীতেও এই ধরনের বিজ রোপণ করতে আগ্রহ প্রকাশ করেছেন তারা।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.