পায়রা নদীর ইলিশ ৮ হাজারে বিক্রি

জাহিদুল ইসলাম মেহেদী
বরগুনার পায়রা (বুড়ীশ্বর) নদীতে জেলেদের জালে ধরা পড়েছে পৌনে ৩ কেজি ওজনের একটি ইলিশ। মাছটি বিক্রি হয়েছে ৮ হাজার টাকায়।

রোববার (৩ জুলাই) রাত ৮টার দিকে মাছটি ধরা পড়ে জেলেদের জালে।

জেলে রাজু গাজী বলেন, রোববার রাত ৮টার দিকে জাল তুলে দেখি বিশাল আকারের একটি ইলিশ ধরা পড়েছে। পরে মাছটি নদীর তীরে এনে পাইকারি ব্যবসায়ী আলামিন বয়াতির কাছে ৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করি। সেটি তিনি কামাল হোসেন নামে এক ক্রেতার কাছে ৮ হাজার টাকায় বিক্রি করেন।

রাজু গাজী আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লোছা গ্রামের বাসিন্দা।

পাইকারি ক্রেতা আলামিন বয়াতি জানান, আমার দেখা সবচেয়ে বড় ইলিশ এ বছরের। মাছটি কেনার পরপরই অনেক লোক এক নজর দেখার জন্য ভিড় জমান। কামাল হোসেন নামে এক ক্রেতা ৮ হাজার টাকায় মাছটি কিনে নিয়েছেন।

আমতলী বাজারের হিজবুলতাহ মৎস্য আড়তের মালিক মেনাজ উদ্দিন চৌকিদার বলেন, এ বছর আমতলী বাজারে এ পর্যন্ত এত বড় সাইজের ইলিশ আর বাজারে আসে নাই।

আমতলী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শহীদুল ইসলাম বলেন, সাগরে ইলিশ ধরা বন্ধ থাকায় অবাধ বিচরণের ফলে সুষম খাবার খেয়ে মাছ দ্রুত বড় হচ্ছে। যে কারণে নদীতে বড় সাইজের মাছ ধরা পড়ছে।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, এই মৌসুমে বরগুনার পায়রা নদীতে প্রথম পৌনে তিন কেজি ওজনের বড় ইলিশ মাছ ধরা পড়ল। প্রজনন মৌসুমসহ সরকারি বিভিন্ন নিষেধাজ্ঞা মেনে চলায় স্থানীয় জেলেরা উপকৃত হচ্ছেন।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.