স্টাফ রিপোর্টার
বরগুনায় দুইদিন ব্যাপী শুরু হয়েছে পানিতে ডুবে শিশু মৃত্যু বিষয়ক ইস্যুভিত্তিক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা।
সমষ্টি’র আয়োজনে ও গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় শনিবার (১২ নভেম্বর) সকাল দশটায় বরগুনা প্রেসক্লাবে দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বরগুনা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট সঞ্জীব কুমার দাস।
সমষ্টি এর পরিচালক রেজাউল হক শাহিন এর সভাপতিত্বে ও লোকবেতার এর স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিশু একাডেমি ইইসিডি প্রকল্পের গবেষক তারিকুল ইসলাম চৌধুরী, জেলা শিশু বিষয়ের কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম সমষ্টি এর কর্মসূচির সমন্বয়ক মুনব্বির আহম্মেদ, গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর কমিউনিকেশন ম্যানেজার সারোয়ার-ই আলম, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু।
২০ জন প্রশিক্ষণার্থী এ কর্মশালায় অংশ নিয়ে পানিতে ডুবে কিংবা যে কোন ভাবে শিশু মৃত্যু হ্রাসকরণে বাস্তব জীবনে প্রয়োগ করে সংশ্লিষ্ট বিষয়ের উপরে রোধ বা সচেতনতা বৃদ্ধি করতে পারবে। লেখনীর মাধ্যমে তুলে ধরতে পারবে শিশু মৃত্যুর পরে মর্মস্পর্শী গল্প। যা সাধারণ মানুষকে সচেতন করতে সুস্পষ্ট তথ্য হিসেবে কাজে আসবে। এতে কোন না কোন ভাবে ছড়িয়ে পড়বে সচেতনতার আলো। ধীরে ধীরে কমতে শুরু করবে পানিতে ডুবে কিংবা শিশু মৃত্যু হতে পারে এমন সকল ঝুঁকি।