নিরাপদ শুঁটকি উৎপাদনে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার

নিরাপদ শুটকি উৎপাদনের লক্ষ্যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সংগ্রাম এর এসিপি প্রজেক্টের আওতায় শুঁটকি ক্ষুদ্র উদ্যোক্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ জুলাই) পটুয়াখালীর কুয়াকাটায় সাসটেইনবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর অন্তরভূক্ত “Production and Promotion of Environment-Friendly Safe Dry Fish Processing MEs in the Southern Coastal Belt of Bangladesh” “নিরাপদ শুঁটকির বাজার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ” শিরোনামে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় ।

প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, সংগ্রাম এসইপি’র টেকনিক্যাল অফিসার রাজিব সরকার, পরিবেশ অফিসার মোঃ আরাফাত ইসলাম এবং রিপোর্টিং অফিসার সজল মিত্র।

কর্মশালায় শুঁটকি ক্ষুদ্র উদ্যোক্তাদের নিরাপদ শুঁটকি বাজারজাতকরণের উপরে দিনব্যাপী বিভিন্ন শুঁটকি প্রদর্শনীও করা হয়েছে এ প্রশিক্ষণ কর্মশালায়।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.