দুর্গাপূজা উপলক্ষে আক্কেলপুরে প্রস্তুতিমূলক সভা

চৈতন্য চ্যাটার্জী, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোকছেদ আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মোঃ আতিকুজ্জামান, পৌরসভার প্যানেল মেয়র ও মুক্তিযোদ্ধা মোঃ সাদেকুর রহমান, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুর রহমানসহ বিভিন্ন মন্দিরের পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ।


প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার এস.এম হাবিবুল হাসান বলেন, আসন্ন দুর্গাপূজায় সম্প্রীতি রক্ষার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। পূজায় ডিজে পার্টি, মাদকের ব্যবহার যেন না হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য পুলিশ প্রশাসনকে দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন এবার মন্দিরে ২৪ঘন্টা আনসার সদস্যরা আবস্থান করবেন, পাশাপাশি পুলিশ থাকবে।


উল্লেখ্য এ বছর উপজেলায় ৩৮টি পূজামন্ডবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.