দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি বহিস্কার

স্টাফ রিপোর্টার

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আওয়ামী লীগের দক্ষিণ কোরিয়া শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম ভুট্টোকে বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সিউলে অনুষ্ঠিত দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

দক্ষিণ কোরিয়া শাখা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম হাছান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম ভুট্টো বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে না জানিয়ে নিয়ম বহির্ভূতভাবে মাত্র দুইজন সদস্য নিয়ে নতুন কমিটি গঠন করেন।

সেই অবৈধ কমিটির নামে ব্যানার টানিয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সভা করে। সেই আলোচনা সভায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাদ দিয়ে চিহ্নিত স্বাধীনতাবিরোধীদের আমন্ত্রণ জানানো হয়।

এসব কারণে রফিকুল ইসলাম ভুট্টোকে আওয়ামী লীগের দক্ষিণ কোরিয়া শাখা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.