আবুল হাসান
বরগুনার তালতলী উপজেলার পাঁচটি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট নিয়ে শঙ্কায় রয়েছেন সাধারণ ভোটারগণ। প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং মেশিনে ভোট দিতে যাচ্ছে এই অঞ্চলের জনগণ। তাই ইভিএমের মাধ্যমে ভোট দেয়া সহজ হলেও এই অঞ্চলের মানুষের কাছে এটি অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে।
পচাকোড়ালিয়া, ছোটবগী, কড়ইবাড়িয়া, বড়বগী, নিশানবাড়ীয়া, এই পাঁচটি ইউনিয়নে শতভাগ ইলেকট্রিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট শুরু হবে বলে জানা গেছে। ওই সমস্ত ইউনিয়নের ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, তারা এই সর্বপ্রথম ইভিএমে ভোট দিতে চলছে। তবে অনেকেই জানেন না কি পদ্ধতিতে তারা ভোট দিতে চলছেন।
ভোটারদের কাছে প্রশ্ন করলে তারা বলেন , ডিজিটাল মেশিনে ভোট দেবো আমরা। এর পূর্বে কখনো এই মেশিনে ভোট দেইনি। তাই কিভাবে ভোট দিতে হয় তা আমাদের জানা নেই। এই মেশিন চালু করার অন্তত এক মাস পূর্বে প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত জরুরি ছিল বলে মনে করেন তারা। একদিকে নির্বাচনীয় বিষয়বস্তু নিয়ে আমরা অনেকটা ব্যাস্ততার ভিতর দিন কাটাচ্ছি। অন্যদিকে কিভাবে ভোট দেবো এই মেশিনের মাধ্যমে তা নিয়ে শঙ্কায় আছি।
ইলেকট্রিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে কিনা এবং যারা ভোট কেন্দ্রে নির্বাচনীয় দায়িত্ব পালন করবেন তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবে কিনা, এ নিয়েও অনেকের মাঝে শঙ্কা বিরাজ করছে।
তালতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, ইলেকট্রিক ভোটিং মেশিনের মাধ্যমে তালতলী উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন হবে। এই পদ্ধতিতে কোন প্রকার কারচুপি কিংবা জালিয়াতির কোনো সুযোগ নেই। নির্বাচন সুষ্ঠু হবে। যে যার পছন্দের প্রার্থীকে ইচ্ছা স্বাধীন ভাবে ভোট দিতে পারবে।