স্টাফ রিপোর্টার
মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করতে হলে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। নয়তো মোটরসাইকেল রেজিষ্ট্রেশন নম্বর পাবেনা।
এমন তথ্য জানিয়েছেন বিআরটিএ কর্তৃপক্ষ।
বিআরটিএ’র পরিচালক (ইঞ্জিঃ) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএ ভবন ইঞ্জিনিয়ারিং শাখা থেকে মঙ্গলবার (৫ জুলাই) ৩৫.০৩.০০০০.০০৩.৩১.০১৬.২২-৭৪৩ নম্বর স্মারকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে- গত ১৪ জুন ২০২২ তারিখে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী। উপর্যুক্ত বিষয়ের সুত্রস্থ কার্যবিবরণীর সিদ্ধান্তের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বার প্রদানের সময় সংশ্লিষ্ট গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি রেজিস্টারিং অথরিটি কর্তৃক নিশ্চিত করতে হবে।
এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কোন মোটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর পাবে না।
Spread the love