টিসিবি’র পন্য দোকানে মজুদ করায় ব্যাবসায়িকে এক মাসের জেল

তালতলী প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলায় সরকারি বরাদ্দকৃত টিসিবি’র পণ্য দোকানে বিক্রির জন্য মজুত করায় মো. ইউসুফ মুন্সী (৪৫) নামের এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১ জুলাই) সকালে উপজেলার ছোটবগী বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট মো. এস.এম সাদিক তানভীর কারাদন্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ইউসুফ মুন্সী চন্দনতলা গ্রামের বাসিন্দা।

তিনি মেসার্স মুন্সি স্টোর নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ছোটবগী বাজারে অভিযান চালিয়ে টিসিবি’র ডিলার মো.সজিব খানকে না পেয়ে মো.ইউসুফ মুন্সীর দোকান থেকে তৈল একশ ষোল লিটার, ডাল তেরশ কেজি, চিনি চারশ কেজি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত টিসিবি’র পণ্য ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।


উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট মো. এস.এম সাদিক তানভীর বলেন, টিসিবি’র পণ্য ডিলার ব্যতীত দোকানে মজুদ ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। দোকানে মজুদ রাখার অপরাধে ব্যবসায়ী মো.ইউসুফ মুন্সীকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.