স্টাফ রিপোর্টার
লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর আওতায় জেলা পর্যায়ে অগ্রগতি ও অর্জন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে ও পায়কট বাংলাদেশ’র বাস্তবায়নে বুধবার (৩১ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে বরগুনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান।
স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জালাল উদ্দীন’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
এলজিএসপি-৩ প্রকল্পের কার্যক্রম সুষ্ঠু ও সুচারুরূপে বাস্তবায়নের লক্ষ্যে প্রচারণা জোরদার করার জন্য ইনফরমেশন, এডুকেশন ও কমিউনিকেশন (আই ই সি) ক্যাম্পেইনের আওতায় জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে এ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।