আলজাইমার্স ডেমেনশিয়া কেয়ারের সৌজন্যে বেতাগী প্রেসক্লাবের ইফতার মাহফিল

বেতাগী প্রতিনিধি

দেশ, জাতির অগ্রগতি ও কল্যান কামনার মধ্য দিয়ে উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী প্রেসক্লাবের উদ্যোগে লন্ডন ভিত্তিক বে-সরকারি সামাজিক সংগঠন আলজাইমার্স ডেমেনশিয়া কেয়ার লিমিটেডের মহাপরিচালক উপজেলার মোকামিয়া ইউনিয়নের হাদিছুর রহমান খান (হায়দার)‘র সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম সিদ্দিকীর সভাপতিত্বে ও সম্পাদক মহসিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ-আলম হাওলাদার, জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবদুর রাজ্জাক খান, উপজেলা বিএনপির আহবায়ক জলিলুর রহমান খান নান্না, এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, রেজাউল করিম ফারুক, সাংবাদিক সাইদুল ইসলাম মন্টু, লায়ন মো: শামীম সিকদার, প্রভাষক আবুল বাসার খান, প্রভাষক কাইয়ুম সিকদার,প্রভাষক শাহাদাত হোসেন মুন্না, আবদুর রহীম সিকদারসহ অন্যান্যরা।

দোয়া পরিচালনা করেন, প্রভাষক মাওলানা আব্দুস সালাম আরেফিন।

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.