অপসাংবাদিকতায় সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার

অপসাংবাদিকতার জন্য সংবাদ সরবরাহকারী প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে বাংলাদেশ প্রেস কাউন্সিল। এমন বিধান রেখে প্রেস কাউন্সিল (সংশোধন) আইন ২০২২-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। আইনটি চূড়ান্ত অনুমোদনের জন্য এখন পুনরায় মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে বলেন, ‘খসড়া আইনে অপসাংবাদিকতার জন্য সংবাদ সরবরাহকারী প্রতিষ্ঠানকে অর্থদ-ের বিধান রাখা হয়েছে। আগে প্রেস কাউন্সিল শুধু তিরস্কার করতে পারত। এই বিধান প্রিন্ট ও ডিজিটাল সব সংবাদমাধ্যমের জন্য প্রযোজ্য হবে।

সংশোধিত আইনে প্রেস কাউন্সিলের সচিব পদের নামও পরিবর্তন হচ্ছে। বর্তমান সচিব হবেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

এ ছাড়া প্রেস কাউন্সিলের বর্তমান সদস্য সংখ্যা ১৪ জন থেকে বাড়িয়ে ১৭ জন করা হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও তথ্য অধিদপ্তরের একজন করে প্রতিনিধি কাউন্সিলের সদস্য হবেন।

এর আগে গত ১৪ জুন রাজশাহী সার্কিট হাউসে এক কর্মশালায় এই আইন নিয়ে কথা বলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক। তিনি বলেন, ‘সাংবাদিকরা অন্যায় করলে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে একটি আইন হচ্ছে। আইনের খসড়া এখন মন্ত্রিপরিষদ বিভাগে আছে। আগামী সংসদেই তা পাস হতে পারে। প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু। তিনি সাংবাদিকদের সম্মান দিয়েছিলেন। তিনি মনে করেছিলেন, সাংবাদিকরা এমন শ্রেণির লোক যাদের জন্য তিরস্কারই বড় শাস্তি। প্রেস কাউন্সিল আইনে কোনো অন্যায় করলে বেশিরভাগ সাংবাদিককেই তিরস্কার করা হয়ে থাকে। মানি লোকের জন্য তিরস্কারই বড় শাস্তি। এটা তাদের আত্মসম্মানে বাধবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নতুন আইন প্রয়োজন হচ্ছে।’

বিচারপতি নিজামুল হক আরও বলেন, ‘এখন যে কেউ সাংবাদিক পরিচয় দিচ্ছেন। তারা মানুষকে ব্ল্যাকমেইল করছেন। সাংবাদিকতার নামে সাংঘাতিকতা চলছে। এটা অবশ্যই আমাদের জন্য অপমানজনক। এ কারণে সাংবাদিক কারা, তা নির্ধারণ করা যেমন জরুরি হয়ে পড়েছে, তেমনি নতুন আইনেরও দরকার হচ্ছে। আদার ব্যাপারীদের জন্য তো সাংবাদিকতা নয়। প্রকৃত সাংবাদিকদের জন্যই সাংবাদিকতা। এটাই এখন নিশ্চিত করার লক্ষ্য।’

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.