বেতাগী প্রতিনিধি
বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদের উপনির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলার পরদিন রোববার (১২ জুন) সন্ধ্যায় নির্বাচন কমিশনের আদেশের পরিপ্রেক্ষিতে বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা নির্বাচন স্থগিতের নোটিশ জারি করেন।
১৫ জুন কাজিরাবাদ ইউপি নির্বাচনের ভোট গ্রহণের দিন নির্ধারিত ছিল। গত ৯ জানুয়ারি কাজিরাবাদ ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বার্ধ্যকের কারণে মারা যান। এরপর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত চেয়ারম্যান মোশাররফ হোসেনের ছেলে সালাউদ্দিন মাহমুদ। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের আদেশের পরিপ্রেক্ষিতে কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।
স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. কামাল হোসেন বলেন, ‘নির্বাচন স্থগিত করার খবর শুনেছি। হঠাৎ নির্বাচন স্থগিত হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছি। নির্বাচনী মাঠে স্থানীয় প্রশাসন যদি কঠোর ভূমিকা পালন করত, তাহলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হতো না।’
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সালাউদ্দিন মাহমুদ বলেন, নির্বাচন বন্ধের পেছনে স্বতন্ত্র প্রার্থীর হাত রয়েছে। এমন কোনো ঘটনা ঘটেনি যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মতো কোনো পরিবেশ ছিল না।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুহৃদ সালেহীন বলেন, কাজিরাবাদ ইউপি নির্বাচনের পরিবেশ না থাকায় নির্বাচন কমিশন থেকে নির্বাচন বন্ধ করে দিয়েছেন। ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই এলাকায় প্রশাসনের মাইকিং চলছে।
জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, শনিবার দুপুরে কাজিরাবাদ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলার ঘটনায় স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনে অভিযোগ করলে নির্বাচন কমিশনার নির্বাচন স্থগিত করে দিয়েছেন।