বেতাগীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে পিটিয়ে জখম

বেতাগী প্রতিনিধি

বরগুনার বেতাগীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর হাওলাদার (৫৫) নামে একজন আহত হয়েছেন। বর্তমানে তিনি বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় বেতাগী থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হোসনাবাদ ইউনিয়নের মৃত. করম আলী হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার সাথে একই মিঠু হাওলাদার, শামীম হাওলাদার, ফারুক হাওলাদার, আব্দুর রাজ্জাক হাওলাদারের দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে গত শনিবার (১৮ জুন) সকালে পূর্ব বিরোধের জেরে মিঠু হাওলাদারের নেতৃত্বে শামীম হাওলাদার, ফারুক হাওলাদার, আব্দুর রাজ্জাক বাড়ির পাশে জমিতে চাষাবাদ করা অবস্থায় জাহাঙ্গীর হাওলাদারের উপর হামলা চালায়। এ সময় তাঁর ডাক চিৎকারে পরিবারের লোকজন উদ্ধারে আসলে তাদের উপরেও হামলা চালানো হয়। এক পর্যায়ে স্থানীয়রা এলে তারা পালিয়ে যায়।

জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে পপি আক্তার বলেন, আমার চাচাতো ভাই মিঠু হাওলাদারের সাথে জায়গা নিয়ে বিরোধ চলছিলো। এর জেরে শনিবার আমার বাবাকে একা পেয়ে তারা হামলা চালায়। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ ব্যাপারে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হাওলাদার জানান, ‘এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। জমি জমা বিরোধ মীমাংসায় উভয় পক্ষ সামাজিকভাবে সালিস বৈঠকের জন্য সময় চেয়েছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে’

Spread the love
       
 
 
    

Leave a Reply

Your email address will not be published.