স্টাফ রিপোর্টার
বরগুনায় দশ পিস ইয়াবা সহ শাহিন নামের এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ০৯ টার দিকে বরগুনা শহরের মাছ বাজার (লাকুরতলা) ব্রীজ এলাকা থেকে শাহিন(২৫) কে আটক করে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আটককৃত শাহীন সদর উপজেলার লাকুরতলা গ্রামের ওবায়দুল কাদেরের ছেলে।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ নিজাম উদ্দিন এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ।
অপর দিকে, ওই দিনই রাত ১১ টার দিকে সদর উপজেলার বুর্জিরহাট এলাকা থেকে মোঃ মোতালেব হাওলাদারের ছেলে মোঃ সোহাগ মিয়া (২৫) কে ১০ পিস ইয়াবা সহ আটক করে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোহাগের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আসামী শাহিন ও সোহাগ মিয়াকে আলাদা আলাদা অভিযানে গ্রেফতার করা হয়।
আসামীরা এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।