স্টাফ রিপোর্টার
বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে ৭শ’ গ্রাম গাঁজা সহ মোঃ আল আমিন (২৩) নামে এক ব্যক্তিকে আটক হয়েছে।
বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ অক্টোবর) সাড়ে পাঁচটার দিকে বরগুনা জেলাধীন আমতলী উপজেলার ১৮গাছিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গাজীপুরা থেকে সোনাখালি যেতে পাকা ব্রিজের দক্ষিণ পাড়ের ঢালের পশ্চিমপাশে ইউসুফ মৃধার মুদি দোকানের সামনে ইটের রাস্তার উপর থেকে আল আমিনকে আটক করা হয়।
এ সময় আলামিনের কাছে থাকা আনুমানিক ত্রিশ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য গাঁজা পাওয়া যায়।
মোঃ আল আমিন পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়ন’র ৬ নং ওয়ার্ডের গোলখালী গ্রামের নাসির হাওলাদার এর ছেলে।
বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম খান বলেন, আলামিনকে আমতলী থানায় হস্তান্তর করা হলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়। মঙ্গলবার আমতলীর বিজ্ঞ আদালতে তাকে হাজির করা হবে।
বরগুনা জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ মাদকের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রেখে বরগুনা জেলাকে মাদক মুক্ত করার সব ধরনের পদক্ষেপ ইতোমধ্যেই গ্রহণ করে অভিযান অব্যাহত রেখেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।