স্টাফ রিপোর্টার
‘বাংলাদেশের দক্ষিণাঞ্চলে পরিবেশ বান্ধব উপায়ে নিরাপদ শুঁটকি উৎপাদনকারী উদ্যোক্তা তৈরি ও প্রসারের ব্যবস্থা গ্রহণ’ উপ-প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সংগ্রাম (সংগঠিত গ্রাম উন্নয়ন কর্মসূচি)’র আয়োজনে বৃহস্পতিবার (৭জুলাই) সংগ্রাম’র মিলনায়তনে আয়োজিত এক বাৎসরিক সভার শুরুতে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।
অভিজ্ঞতা বিনিময় কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংগ্রাম’র সিনিয়র পরিচালক (প্রকল্প) ও এসইপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ ইউসুফ।
অভিজ্ঞতা বিনিময় কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগ্রামের প্রতিষ্ঠাতা চৌধুরী মোহাম্মদ মাসুম।
সংগ্রাম’র নির্বাহী পরিচালক চৌধূরী মুনির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগ্রাম’র সিনিয়র পরিচালক (অর্থ) রেশমাতুজ্জামান, পরিচালক (প্রশিক্ষণ) মাসউদ সিকদার, পরিচালক (ঋণ) মোঃ হুমায়ুন কবীর, উপ পরিচালক (অর্থ) কে.এম. হাসান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগ্রাম’র জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
পিকেএসএফ (পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন)’র দেয়া প্রকল্প বাস্তবায়ন করতে সংগ্রাম বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। আর এ বিষয়ের উপরে একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করেন এসইপি প্রকল্পের পরিবেশ কর্মকর্তা মোঃ আরাফাত ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, এসইপি প্রকল্পের টেকনিক্যাল অফিসার রাজীব সরকার, রিপোর্টিং এবং ডকুমেন্টেশন অফিসার সজল মিত্র ও ফাইন্যান্স অফিসার মাহমুদুল হাসান।